আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএ) অর্থ বিভাগের পরিচালক খন্দকার শফিকুল হাসানকে (রতন) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নেতৃবৃন্দ।

সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় কার্যালয়ে তাকে এই সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নেতৃবৃন্দের মধ্যে জুন্নুন রেজা চৌধুরী, আব্দুল মজিদ শেখ, মতিউর রহমান, ওবায়দুর রহমান নিরব, আব্দুর রহিম ও আরিফুর রহমানসহ অন্যান্য সদস্যগণ।

অভিনন্দন গ্রহণকালে খন্দকার শফিকুল হাসান (রতন) উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন