আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

স্টাফ রিপোর্টার

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ভাসানী জনশক্তি পার্টি।

বিজ্ঞাপন

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে এ মন্তব্য করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের প্রথম সারির দুটি সংবাদ পত্র অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা এবং কর্তব্যরত সাংবাদিকদের হেনস্তার বিষয়টি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই ন্যক্কারজনক ঘটনাসমূহ শুধু সংশ্লিষ্ট গণমাধ্যম কিংবা সাংবাদিক সমাজকেই আঘাত করেনি; বরং দেশের সার্বিক ভাবমূর্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভাসানী জনশক্তি পার্টি দৃঢ়ভাবে মনে করে দেশের এই সংকটময় মুহূর্তকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী ও চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এসব সহিংস কর্মকাণ্ড সংঘটিত করছে। গণমাধ্যম বা গণমাধ্যমকর্মী যদি জনগণ বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তার বিচার অবশ্যই হতে হবে। তবে সেই বিচার হতে হবে দেশের প্রচলিত আইন, সংবিধান ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা চালানো, প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা কিংবা সাংবাদিকদের হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সভ্য সমাজের পরিপন্থি এবং গণতন্ত্রের চেতনাবিরোধী। সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

প্রেস বিজ্ঞপ্তিতে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভাসানী জনশক্তি গভীর শোকের সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে স্মরণ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়ের সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

এতে গুজব ও উসকানিতে কান না দিয়ে শান্ত, সংযত ও সচেতন থেকে দেশ, গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াই আজ সময়ের সবচেয়ে বড় দাবি বলে জানানো হয়। বলা হয়, ভাসানী জনশক্তি পার্টি সবসময় গণতন্ত্র, আইনের শাসন ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে ছিল, আছে এবং থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন