আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী তৃতীয় মিলনমেলা।
মঙ্গলবার রাজধানীর বাড্ডা, স্যানভালি আবাসন এলাকায় অবস্থিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
একসময় যারা ছিলেন বেকারত্বের অভিশাপে জর্জরিত, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে আজ তারা সবাই সম্মানজনক বেতনে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এমন পাঁচ শতাধিক তরুণের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কার্যত আজকের সফল সাবেক বেকারদের প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা। দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের মিলনে ইনস্টিটিউট ক্যাম্পাস আনন্দ-উচ্ছ্বাসে জমে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বেকারত্ব দেশ, সমাজ ও পরিবারের জন্য একটি বড় সংকট। কেবল দক্ষতার অভাবে অসংখ্য তরুণ-তরুণী পিছিয়ে আছে, সেই সাথে পিছিয়ে আছে দেশের উন্নতি-অগ্রগতিও। অথচ সঠিক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষা পেলে এরাই হতে পারে সমৃদ্ধ দেশ ও সমাজ গঠনের প্রধান শক্তি। এ বাস্তবতা উপলব্ধি করেই আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যাত্রা। যার সুফল এই আপনারা।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনাদের শুধু কারিগরিভাবে দক্ষ করেই গড়ে তোলেনি, পাশাপাশি দিয়েছে সততা ও আমানতদারিতার শিক্ষা। কর্মক্ষেত্রে আপনাদের এই দক্ষতা ও নৈতিকতাই হলো আসল পরিচয়।’
এছাড়া দিনভর খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। অনেকেই শোনান তাদের বেকার জীবন থেকে সফল হওয়ার সংগ্রামের গল্প, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ ও স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ট্রেইনারগণ।

