ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ “সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনায় এসআইটি বা বন্ধ্যা কীট প্রযুক্তির ব্যবহার” বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি।
প্রশাসক আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি হিসেবে ঢাকা সিটির বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক সমাধান হিসেবে Sterile Insect Technique (SIT) বা বন্ধ্যা কীট প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন।
আলোচনায় জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলেই নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি উপায়ে এডিস মশার সংখ্যা হ্রাস করা সম্ভব।
সভায় বিশেষজ্ঞদল কিউবার হাভানা ও স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এসআইটি প্রযুক্তি সফলভাবে ব্যবহার করার দৃষ্টান্ত উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, কীটতত্ত্ববিদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এসআইটি পদ্ধতির সম্ভাব্যতা, কার্যকারিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত দেন।

