ভালোবাসার মেলা

পাঠক মেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ০৫

আমার দেশ-এর নবযাত্রার উদ্বোধনী সংখ্যাটি বেরিয়েছে ২২ ডিসেম্বর। সেদিন কয়েক হাজার কপি কিনে নিয়েছেন ড. আতিক মুজাহিদ। ভোর থেকে বিলি-বণ্টন হয়েছে সন্ধ্যা পর্যন্ত। পত্রিকা গেছে কত না জায়গায়-ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, চাঁদপুর, কুষ্টিয়া, সিলেট, শরীয়তপুরসহ নানা স্থানে।

বিজ্ঞাপন
f-2

অত্যন্ত নামি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে ভালোবাসার মেলা, যেমন- ঢাকা, চট্টগ্রাম, বেগম রোকেয়া, ইসলামী, শেরেবাংলা ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও, যেগুলোর মধ্যে রয়েছে আইইউবি, সোনারগাঁ ইউনিভার্সিটি, বিএম কলেজ প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠান।

f-3

একশর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে পৌঁছে গেছে আমার দেশ-এর উদ্বোধনী সংখ্যা। এই কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন প্রতিটি প্রতিষ্ঠানের পাঠকমেলার সদস্যরা। রংপুর বিভাগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পত্রিকা পৌঁছানোর কাজটি দেখভাল করেছেন পাঠকমেলার আবু সালিম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় করেছেন সাজ্জাদ ইউনূস। আর মাদরাসায় সমন্বয় করেছেন রাহাতুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত