আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির সুস্থতা কামনায় রাজারহাটে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া

আতিকুর রহমান নগরী

হাদির সুস্থতা কামনায় রাজারহাটে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব রাজারহাট মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব।

বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারহাট মডেল মসজিদের খতিব মাওলানা ফারুক বিল্লাহ। মোনাজাতে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য, সুস্থতা ও নিরাপত্তা কামনা করা হয়।

এ সময় আমার দেশ পাঠকমেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব বলেন, শরিফ ওসমান হাদি প্রতিবাদী কণ্ঠস্বর ও জুলাই অগ্রনায়ক, তার ওপর সংঘটিত সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন