আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একটি গাছ, একটি প্রাণ

স্বাধীন খন্দকার

একটি গাছ, একটি প্রাণ

পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সবুজ পৃথিবী গড়ার আহ্বানে পাঠকমেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‘একটি গাছ, একটি প্রাণ—সবুজে গড়ি বাংলাদেশের ভবিষ্যৎ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মানবিক ও সময়োপযোগী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রোড ডিভাইডারে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে পাঠকমেলার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. স্বাধীন খন্দকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী রাজা, সদস্য মো. মাশরাফী মর্তুজা এবং আরো অনেক শুভানুধ্যায়ী।

এই সময় আহ্বায়ক মো. স্বাধীন খন্দকার বলেন, ‘বর্তমানে আমাদের পরিবেশ নানা ধরনের হুমকির মুখে। বিশেষ করে অতিরিক্ত গরম, অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি—সবই জলবায়ু পরিবর্তনের প্রতিফলন। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসা। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি জীবন বাঁচায়, অক্সিজেন দেয় এবং প্রজন্ম রক্ষা করে।’ তিনি আরো জানান, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন আমাদের সবাইকে পরিবেশ নিয়ে আরো সচেতন করে তোলে।’

এ সময় অন্য সদস্যরাও বলেন, ‘পরিবেশ ও দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের ভূমিকা রয়েছে। আমরা চাই ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন আসুক। সবাইকে আহ্বান জানাই—আসুন, অন্তত একটি করে গাছ লাগাই।’

এভাবে পাঠকমেলার উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল পরিবেশের প্রতি ভালোবাসা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন