‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন অনুষ্ঠানে জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৫৬

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় জার্মান দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জার্মানীর নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ ও ইভানা লোৎজ-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ অনুষ্ঠানে যোগদান করেন। তাদের সঙ্গে ছিলেন জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে জার্মানীর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ-এর নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় জার্মান সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও জার্মানীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত