আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিক্ষোভ সমাবেশে ডা. ইরান

ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল

স্টাফ রিপোর্টার

ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার নয়া কৌশল।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত ভারতে মুসলিম সংখালঘু নিপীড়ন বন্ধ ও ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. ইরান আরো বলেন, ওয়াকফ সংশোধন আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান, খানকা-মাজার ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। সংশোধনী বিলে ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম দুই জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। ভারতের বিজিপি সরকারের এসব কর্মকান্ডই প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী।

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি মাসুদ আলম পাটোয়ারী, ডা. ইউসুফ পাটোয়ারী, শ্রম সম্পাদক এনামুল হক আকন্দ, কামরাঙ্গীরচর থানা সমন্বয়কারী মো. আজাদ প্রমুখ।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান, এনডিএম মহাসচিব মমিনুল আমিন, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল সোহেল, পিপলস পার্টির মহাসচিব বিলকিস খন্দকার, অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা, জনতার অধিকার পার্টির মহাসচিব মো. রাজা রহমান, গণফোরাম তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য সাইফুল ইসলাম ফয়সল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন