৭ দাবিতে ২০ সাংগঠনিক জেলায় জাগপা’র বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৩

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

শুক্রবার জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাগপা’র ২০ টি সাংগঠনিক জেলায় বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল করে জাগপা নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় জাগপা নেতৃবৃন্দ বলেন জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।

জাগপার বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি জাকিউল আলম সাকি, সিলেটে সাংঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, কুমিল্লায় জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এসকে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মুহাম্মাদ লুৎফুর রহমান, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত