গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৩: ০৮
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না। এমন কোন আচরণ করা উচিৎ নয়, যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়। শনিবার দুপুরে দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ও সিমেন্টের বদলে ছাই ব্যবহার করেছিলো।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময় নিয়ে কাজ করুন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি।

তিনি আরও বলেন, ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীরও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত