আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্মারকলিপিতে ছাত্রদল

হাদি হত্যাকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তায়

স্টাফ রিপোর্টার

হাদি হত্যাকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তায়

শহিদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ংকর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই হত্যাকাণ্ডের ফলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

শুক্রবার শহিদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ষড়যন্ত্র প্রতিরোধে ব্যর্থতা এবং হত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় ছাত্রদল। স্মারকলিপিতে এ মন্তব্য করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

স্মারকলিপিতে বলা হয়, শহিদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন আপসহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। তাকে পূর্বপরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ডের পূর্ব প্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব ছিল। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ব্যক্তির জীবন কেড়ে নেওয়া নয়; এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দমনের একটি পরিকল্পিত প্রয়াস। এর মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা হয়েছে।”

স্মারকলিপিতে ছাত্রদল চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—

১) শহিদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাকে দ্রুত সনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে;

২) হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে;

৩) ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৪) ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

স্মারকলিপির শেষাংশে বলা হয়, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে শহিদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান জানানো এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন