আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল
ছবি: আমার দেশ।

​ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বদলীয় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভ মিছিলকারীরা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জানিয়ে তার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলী আম্বর মুয়াজ, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক আজহার উদ্দিন শুভ, এনজিপির কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব দেওয়ান আলী, ছাত্রদল নেতা ইমন, ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক ওমর সানি, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম মুবিন, ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রিফাত ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদীর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। কিন্তু তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে জুম্মার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালিয়ে রিকশায় ফেরার সময় একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন