আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

আমার দেশ অনলাইন

এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। দীর্ঘ সময় মায়ের সাথে কাটিয়ে ৭টা ৩০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। তিনি গুলশানের দিকে রওনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে হাসপাতালে আসেন তারেক রহমান।

বিজ্ঞাপন

এক ঘণ্টা পয়তাল্লিশ মিনিট মায়ের সাথে সময় কাটান তারেক রহমান। দেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর মায়ের সাথে সাক্ষাতের সুযোগ পেলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পাঁচ মাস পর দেশে ফিরেন তারেক রহমান।

এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন