আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফার্মেসির আড়ালে মাদক বেচাকেনা, কারবারি সেলসম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ফার্মেসির আড়ালে মাদক বেচাকেনা, কারবারি সেলসম্যান গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে ফার্মেসির আরালে মাদক বেচাকেনা করায় পেয়ারুল ইসলাম (২৩) নামে ফার্মেসির সেলসম্যান গ্রেপ্তার। মাদক কারবারিকে বৃহস্পতিবার পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি পেয়ারুল ইসলাম উপজেলার দক্ষিণ রাজিব মন্ডলটারী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাজার এলাকার একটি ঔষুধ ফার্মেসিতে সেলসম্যান হিসেবে চাকুরি করছেন।

বিজ্ঞাপন

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ফার্মেসির পার্শ্ববর্তী স্থান হতে মাদক কারবারি পেয়ারুল কে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে নেশাজাত দ্রব্য ২ শত পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ফার্মেসিতে সেলসম্যান হিসেবে আছে। পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান আমার দেশকে জানান, মাদক কারবারি পেয়ারুলকে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন