আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের বিএনপি (ধানের শীষ) প্রতীকের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তারা মানুষকে বুঝায়, ফুলকপি আর দাড়িপাল্লায় ভোট দিলে সরাসরি বেহেশতে যাবে।

শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলার সোনাপুর আনন্দবাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মেজর হাফিজ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকাকালে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং গত বিএনপি শাসনামলে আমরা অনেক বেকারদেরকে চাকুরি দিয়েছি, নদী ভাঙন কবলিত এ জনপদকে রক্ষাবাঁধ প্রকল্পের আওতায় এনে মানুষের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করেছি। এসময় তিনি তার সরকারের আমলে করা উন্নয়ন ও অগ্রযাত্রাকে স্মরণ করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সোনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক একে এম ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন মনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ শাহিন সাঝি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন