আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তোফায়েল আহমেদের মৃত্যুর ‘খবর’, যা জানা গেল

স্টাফ রিপোর্টার
তোফায়েল আহমেদের মৃত্যুর ‘খবর’, যা জানা গেল
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে আমার দেশ থেকে রাত ১১টার দিকে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয়, তোফায়েল আহমদ সিসিইউতে আছেন এবং সুস্থ আছেন। তার মৃতূর খবরটি গুজব। তারা বিভিন্ন জায়গা থেকে এ নিয়ে অনেক টেলিফোন পেয়েছেন। হাসপাতালের কাস্টমার কেয়ারের স্টাফ তুহিত আমার দেশকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে ২৮ মে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি ছড়িয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন