আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র আবার হুমকিতে পড়বে : এবি পার্টি

স্টাফ রিপোর্টার

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র আবার হুমকিতে পড়বে : এবি পার্টি

বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব‍্যবস্থা প্রবর্তন ও প্র‍্যকটিস করতে না পারলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আলোচনা শেষে ব্রিফিংকালে তিনি একথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে কমিশনের প্রস্তাবে বিচার বিভাগের সংশ্লিষ্টতা ত্রয়োদশ সংশোধনীর প্রত্যাবর্তনের প্রাথমিক ধাপ আকারে রূপ নিতে পারে। সেক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতির প্রবর্তন হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একটি সুস্পষ্ট ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। এটিকে যদি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠানো হয় তাহলে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে ঐকান্তিক প্রয়াস চলছে তা অর্থহীন হয়ে পড়বে যা কাম্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...