নির্বাচন পরবর্তী ভূমিকা নিয়ে ব্রাজিলের সঙ্গে আলোচনা হয়েছে: আমীর খসরু

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৪: ৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে কী কী কাজ করার সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদে ব্রাজিলে অনেক এগিয়ে আছে। সেখানে কীভাবে আগামীদিনে আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন, ব্রাজিল ফুটবল… দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসের সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে। ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সাথে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায়। সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্ণান্দো ডায়াস ফেরেস। প্রায় এক ঘণ্টারও অধিক সময়ে এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাম ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত