বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২২: ১৯
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২: ২৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র ফরিদপুর জেলা কমিটির থেকে পদত্যাগ করেছেন জেলা কমিটির সদস্য মো. রুবেল মিয়া হৃদয়।

রোববার ফরিদপুর জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারি সৈয়দা নীলিমা চৌধুরী দোলার কাছে তিনি তার পদত্যাগপত্র প্রদান করেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন বর্তমান সময়ে এনসিপির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

amar desh_ncp_resigned_faridpur.2

তিনি আরো বলেন দলীয় বর্তমান কর্মকাণ্ড জুলাই বিপ্লবের নীতি আদর্শের পরিপন্থী মনে হাওয়ায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দলীয় বর্তমান পথচলা আমার ব্যক্তিগত আদর্শ এবং মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক, আমি গভীরভাবে হতাশ এবং বিচলিত।

তিনি পদত্যাগ পত্রটি গ্রহণ করে তাকে দায়মুক্ত করার জন্য অনুরোধ জানান জেলা প্রধান সমন্বয়কারীকে।

উল্লেখ্য যে, তিনি গত ১৭ই জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফরিদপুর জেলা পদযাত্রা পরবর্তী সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন বলে একাধিক সূত্র জানায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মো. রুবেল মিয়া হৃদয় বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই প্রত্যাশা পূরণ হয়নি অর্থাৎ দেশ সেবার যে আশা ছিল, দেশকে পুনর্গঠনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের পথে আমার দল এগোতে পারছে না দেখেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি সামাজিকভাবে যে কোনো অন্যায়ের প্রতিবাদ এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিজেকে নিয়োজিত রাখবো, তবে কখনোই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে থাকবো না বলে তিনি জানান।’

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলার প্রধান সমন্বয়কারী নীলিমা দোলা বলেন, তিনি আর রাজনীতি করতে চান না বলে দল থেকে পদত্যাগ করেছেন। তিনি এনসিপির কর্মকাণ্ডে হতাশ বলেও আমাকে জানিয়েছেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত