জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে শুক্রবার ‘ড. আব্দুল মান্নান কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান।
ঢাকা ট্রেড সেন্টারে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা-৬ আসনে বসবাসকারী অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেন। আগামী ৬ ডিসেম্বর এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হবে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমীন, মাওলানা নেসার উদ্দিন, আইটি বিশেষজ্ঞ আবু ওয়াফি, ঢাকা-৬ আসনের মিডিয়া বিভাগের পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।

