আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপরাধীদের আইনের আওতায় আনার দাবি রাজনীতিকদের

স্টাফ রিপোর্টার
অপরাধীদের আইনের আওতায় আনার দাবি রাজনীতিকদের
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা। তাদের দাবি, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে একটি চক্র সন্ত্রাসী তৎপরতা চালিয়ে দেশে আতঙ্ক তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে দলগুলো এ দাবি জানায়।

বিজ্ঞাপন

নির্বাচন বানচালের অপচেষ্টা : বিএনপি

এ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিবৃতিতে দলটি জানায়, এ হামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার একটি অংশ। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প নেই। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি গুরুতর আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীদের যে হামলা হয়েছে, তা রুখে দিতে অবশ্যই গণতন্ত্র লাগবে। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় তিনি বিএনপি ও ছাত্রদল নেতাদের প্রতি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তে সহযোগিতা করতে আহ্বান জানান, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারে।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতেই এ কর্মসূচি। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীল নকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।

সহিংসতা গ্রহণযোগ্য নয় : জামায়াত

হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহতাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।

হামলাকারীদের গ্রেপ্তার ও অভিযানের দাবি এনসিপির

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অবিলম্বে এ হামলার পূর্ণাঙ্গ তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, হুমকির উৎস শনাক্তকরণসহ আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

এনসিপির অভিযোগ, ওসমান হাদি হামলার আগে হুমকির কথা প্রকাশ্যে জানানোর পরও তার নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এর আগে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে বারবার ককটেল হামলা এবং একজন প্রার্থী হুমকি পাওয়ার পরও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চরম ব্যর্থতা দায়িত্বহীনতা, অদক্ষতা ও উদাসীনতার নগ্ন উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইসলামী আন্দোলনের নিন্দা

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। এ হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এটা আগামী নির্বাচনসহ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের প্রশ্ন। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে।

নাগরিক নিরাপত্তার ওপর আঘাত : এবি পার্টি

হাদির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে এবি পার্টি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থীকে গুলি করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। এ হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন (জিএএ)। দলটি হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় থাকায় বেপরোয়া

গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে গণতান্ত্রিক সংস্কার জোট বলেছে, সন্ত্রাসীদের পেছনে শক্তিশালী গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেই তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।

দ্রুত আইনের আওতায় আনার দাবি মান্নার

দুর্বৃত্তদের গুলিতে হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্দেশদাতাসহ হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মান্না বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এমন সহিংস হামলার ঘটনা পুরো নির্বাচনি প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করবে। সরকার কোনোভাবেই এ ঘটনার দায় এড়াতে পারে না। আগামী নির্বাচনের সম্ভাব্য সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সাজানো নির্বাচন বাস্তবায়নের অশুভ প্রচেষ্টার অংশ : লেবার পার্টি

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, তফসিল ঘোষণার পর প্রথম দিনেই এমন সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে নির্বাচনি পরিবেশ নেই এবং ফ্যাসিস্ট শক্তির ভয়ংকর তৎপরতা আরো বেড়েছে। জনগণের ভোটের মাঠ দখলে রাখতে সরকার-পৃষ্ঠপোষক অস্ত্রধারীরা এখন প্রকাশ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। এটি একটি সাজানো নির্বাচন বাস্তবায়নের অশুভ প্রচেষ্টারই অংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আমার সবকিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

আমার নির্দেশ পেলে তোমাদের তুলোধুনো করে দিত

গাজা পুনর্গঠনের খরচ দেয়া উচিত ইসরাইল ও তার মিত্রদের: আলবানিজ

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

এলাকার খবর
খুঁজুন