প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে উর্দু ভাষাভাষীদের নিয়ে যা বলল এবি পার্টি

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ২১: ২৭
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিং করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহূত সর্বদলীয় বৈঠকের অংশ হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জুর নেতৃত্বে রোববার রাতে দলটির একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশে উর্দু ভাষাভাষীদের নিয়েও কথা বলেছে দলটি।

বিজ্ঞাপন

এবি পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত উর্দু ভাষাভাষী মানুষদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে মুজিবর রহমান মঞ্জু বলেন, দীর্ঘ সময় তারা দেশে অবস্থান করলেও সরকারের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত। এ বিষয়ে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি ব‍্যর্থ হয় তা হবে জাতির জন্য এক ঐতিহাসিক পরাজয়। একমাত্র বাংলাদেশি নোবেল লরিয়েট হিসেবে আপনার বিশ্বসম্মান ক্ষতিগ্রস্ত হবে। সবচাইতে ভয়াবহ ব‍্যাপার হবে বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা চরমভাবে আশাহত হবে এবং সহস্র শহীদের প্রাণ ও রক্তের কাছে আমরা সবাই অভিশপ্ত হিসেবে চিহ্নিত হবো। অনুগ্রহ করে আপনি আপনার অবস্থানকে সংহত ও সুসংগঠিত করুন। সকলের ভুল ত্রুটি মান-অভিমান-স্বার্থের উর্ধ্বে উঠে অসাধারণ এক ঐক্যবদ্ধতা তৈরি করুন। পরাজিত ফ‍্যাসিবাদকে উৎসাহিত-আশান্বিত হতে দেবেন না। সীমান্তের বাইরের সকল আগ্রাসী শক্তির জেগে ওঠা স্বপ্নকে ধুলিস্মাৎ করে দিন। বাঁচলে সবাই আমরা একসাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের পরাজয় বা পিছু হটার কোনো পথ নেই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত