এটিএম আজহার ন্যায়বিচারের অধিকার পেয়েছেন: আখতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৯: ২৯

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির মধ্য দিয়ে ন্যায়বিচারের অধিকার পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, 'রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে বিচারের প্রহসনের মাধ্যমে যেন জীবন দিতে না হয়, সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।' আবার জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় রয়েছে—'সেটা যেন জনগণের মাঝে স্পষ্ট করে।'

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 'গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপি সদস্য সচিব।

দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, 'জামায়াত নেতা আজহারকে আপিল বিভাগের খালাস দিয়ে দেওয়া মতামতে স্পষ্ট করে বলা হয়েছে, বিচারকে মিসক্যারেজ করা হয়েছে। আজহারকে যে আপিল ডিভিশন মুক্তি দিয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে—একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লায়াবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয়, সেটা হয়নি।'

পতিত শেখ হাসিনার আমলের তৈরি আদালত বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'সন্দেহাতীতভাবে অপরাধকে উত্থাপন করতে গিয়ে, বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে ধাবিত করেছেন। এরকম বাংলাদেশে যেন আর না হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে, তা হাসিনার আমলের মতো নয় বরং সত্যিকারার্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত