জামায়াত আমিরের জন্য চীনা রাষ্ট্রদূতের ফুলের তোড়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০: ২৭

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠালেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই ফুলের তোড়া পাঠানো হয়। রাষ্ট্রদূত জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
ডা. শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, আমরা রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই আন্তরিকতা আমাদের নিকট স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com