ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০০: ১২
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬: ৩৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার বাবার হাতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার বাবার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ-খবর এবং সংশ্লিষ্টদের কাছে তার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পঞ্চম শ্রেণী পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ কষ্ট সয়ে। মেয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যা তারেক রহমানের নজরে আসে। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন। এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

বুধবার তারেক রহমানের পক্ষ থেকে শিশু ফাহিমার খোঁজ নিতে আসেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। তিনি ফাহিমার বাবার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

আরো উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরি পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. আহমদুল্লাহ্ চৌধুরি প্লেজার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত