গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ১৫
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৪৪

ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জনালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাকশার প্রতিষ্ঠান পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার হয়েছে। বাকশার বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন।’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত