সংবাদ সম্মেলনে এবি পার্টি
স্টাফ রিপোর্টার
আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু আওয়ামী লীগের দলীয় রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম-খুন, অর্থ পাচার, গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত সে সব আওয়ামী লীগ নেতাদেরও বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানি আব্দুল হক, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের আমলে দলের নেতারা রেকর্ড পরিমাণ দুর্নীতি করেছেন। ওই সব অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।
১৫ আগস্ট শোক দিবস থাকবে কি না এর জন্য যদি সকল দলকে ডেকে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কেন আমাদের ডাকছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এমন প্রশ্ন ছুঁড়ে দেন মঞ্জু। তিনি আরও বলেন, গোটা বাংলাদেশে পতিত স্বৈরাচাররা গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এত কিছুর পরও কেন আওয়ামী লীগের প্রশ্নে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ, এভাবে আর চলতে পারে না।
চলমান আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আইনগতভাবে পৃথিবীর ইতিহাসে অনেক দলকেই নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক জায়গায় যে সব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত ছিল তাদের নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে কোনো বিবেচনাতেই আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল রাজনৈতিক দল হতে পারে না। এ জন্য সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আইনি পদক্ষেপও নিতে হবে। শুধু দল নিষিদ্ধ করলেই হবে না।
এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান মঞ্জু।
আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু আওয়ামী লীগের দলীয় রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম-খুন, অর্থ পাচার, গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত সে সব আওয়ামী লীগ নেতাদেরও বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানি আব্দুল হক, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের আমলে দলের নেতারা রেকর্ড পরিমাণ দুর্নীতি করেছেন। ওই সব অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।
১৫ আগস্ট শোক দিবস থাকবে কি না এর জন্য যদি সকল দলকে ডেকে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কেন আমাদের ডাকছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এমন প্রশ্ন ছুঁড়ে দেন মঞ্জু। তিনি আরও বলেন, গোটা বাংলাদেশে পতিত স্বৈরাচাররা গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এত কিছুর পরও কেন আওয়ামী লীগের প্রশ্নে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ, এভাবে আর চলতে পারে না।
চলমান আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আইনগতভাবে পৃথিবীর ইতিহাসে অনেক দলকেই নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক জায়গায় যে সব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত ছিল তাদের নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে কোনো বিবেচনাতেই আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল রাজনৈতিক দল হতে পারে না। এ জন্য সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আইনি পদক্ষেপও নিতে হবে। শুধু দল নিষিদ্ধ করলেই হবে না।
এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান মঞ্জু।
রাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
৯ মিনিট আগেইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪০ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে