সরকারী কর্মকর্তাদের জোরপূর্বক মিছিলে নিয়ে যাচ্ছে একটি পক্ষ— এমন অভিযোগ করে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার ঢাকা মেডিকেলের সামনে প্রচারের সময় তিনি এ অভিযোগ করেন।
এসময় একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর রাজউকের প্লট ও ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির সকল মামলার বিচারের দাবিও জানান তিনি
ঢাকা-১৮ আসনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলা মামলার রাজনীতি পরিহারের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটোওয়ারী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

