আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ

এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করলেন আপনারা!

আমার দেশ অনলাইন

এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করলেন আপনারা!
এনসিপি মনোনিত ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী ও কুমিল্লা-৪ আসনে প্রার্থী হাসনাত আবদুল্লাহ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ছাত্রদলের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’

পোস্টে হাসনাত আরো লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল পরিচয়ধারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা চালিয়েছে।

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘বিগত ফ্যাসিবাদবিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী?

তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এবার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে—ফ্যাসিস্ট হাসিনার আমলে শতকোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠাবেন কি না।

পোস্টে আরও লেখা হয়, যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহিষ্ণু আচরণ দেখাতে পারে না, তারা জনগণের হকের প্রতি কীভাবে ইনসাফ করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

এ সময় দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গুণ্ডা-পান্ডার অভিভাবক ও লুটেরা-মাফিয়াদের হাতে যেন দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া না হয় এবং নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে বলেন।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে যান। সেখানে ছাত্রদল পরিচয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...