ঢাবিতে যাওয়ার খবর নিয়ে যা বললেন মির্জা আব্বাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৬
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাকসু নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশের অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

আজ বিকেলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয় , ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে কার্জন হল কেন্দ্রের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তার ঢোকার সুযোগ নেই। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস সন্ধ্যায় একটি জাতীয় দৈনিককে বলেন, “এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম, এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো।’ তিনি বলেন, ‘কী বলবো ভাই, দেশটাতে যে কী শুরু হয়েছে। গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত