আমার দেশ অনলাইন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাকসু নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশের অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
আজ বিকেলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয় , ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করেছেন।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে কার্জন হল কেন্দ্রের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তার ঢোকার সুযোগ নেই। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস সন্ধ্যায় একটি জাতীয় দৈনিককে বলেন, “এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম, এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো।’ তিনি বলেন, ‘কী বলবো ভাই, দেশটাতে যে কী শুরু হয়েছে। গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাকসু নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশের অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
আজ বিকেলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয় , ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করেছেন।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে কার্জন হল কেন্দ্রের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তার ঢোকার সুযোগ নেই। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস সন্ধ্যায় একটি জাতীয় দৈনিককে বলেন, “এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম, এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো।’ তিনি বলেন, ‘কী বলবো ভাই, দেশটাতে যে কী শুরু হয়েছে। গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৩ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে