ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মাস উদ্যাপনে চিরাচরিত আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন না থাকায় প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটি বলছে, মুক্তিযুদ্ধের গৌরবগাথায় ভরপুর ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রশাসনের এমন নিষ্ক্রিয় অবস্থান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসকে অসম্মানিত করছে, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বুধবার সন্ধ্যায় দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত ঢাবি ছাত্রদলের লিখিত বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের তীর্থস্থান হিসেবে বিজয়ের মাসে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ আয়োজন করার ঐতিহ্য বহুদিনের। কিন্তু এবার কলাভবন, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কোনো আলোকসজ্জা বা আনুষ্ঠানিকতা দেখা না যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ‘দৃষ্টিকটু’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।
এছাড়া ছাত্রদল ডাকসুর বিতর্কিত প্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ আচরণ ও মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায়।
সংগঠনটির দাবি, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিবৃতি প্রচার করেছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শামিল, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও অবমাননা করেছে।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

