আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা

স্টাফ রিপোর্টার

মুসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা
ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছ।

বিজ্ঞাপন

এদিকে মুসাব্বিরের লাশ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গত বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। এতে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন