স্টাফ রিপোর্টার
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,‘বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক কাঠামো গণবিরোধী। এটি এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোকে আরও ভিত্তি দেয়। এ সাংবিধানিক কাঠামের জন্য আমরা রাষ্ট্রকে গণতান্ত্রিক পরিবর্তনের পথে নিয়ে যেতে পারিনি।’
রোববার গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে সাকি বলেন,‘ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল, তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। সেখানে নির্বাচন ভারতের এজেন্ডা, এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ভারতের পারপাস সার্ভ করা হচ্ছে। এমন প্রচার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে সাহায্য করবে। আর তাই নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা, এ ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক।’
এ সময় তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তর ও গণতান্ত্রিক বন্দোবস্ত ছাড়া দেশের মানুষের সংকটের সমাধান হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন সভার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন হতে হবে।’
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গণ–অভ্যুত্থানে পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্যে ফাটল ধরেছে। কোনো অভ্যুত্থানের প্রথম সারির নেতারা এতটা বিতর্কিত হননি, যতটা এখন হচ্ছেন। তরুণেরা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয়ে পড়েছেন, যা লজ্জাজনক।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সংলাপে গিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা ২-৩ মিনিটের বেশি কথা বলার সুযোগ পায় না। তবুও তাদের প্রত্যাশা থাকে, সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করবে। সেখানে সরকার নির্বাচন প্রসঙ্গে আমাদের অন্ধকারের মধ্যে রাখা হয়েছে।’
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু প্রমুখ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,‘বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক কাঠামো গণবিরোধী। এটি এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোকে আরও ভিত্তি দেয়। এ সাংবিধানিক কাঠামের জন্য আমরা রাষ্ট্রকে গণতান্ত্রিক পরিবর্তনের পথে নিয়ে যেতে পারিনি।’
রোববার গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে সাকি বলেন,‘ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল, তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। সেখানে নির্বাচন ভারতের এজেন্ডা, এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ভারতের পারপাস সার্ভ করা হচ্ছে। এমন প্রচার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে সাহায্য করবে। আর তাই নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা, এ ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক।’
এ সময় তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তর ও গণতান্ত্রিক বন্দোবস্ত ছাড়া দেশের মানুষের সংকটের সমাধান হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন সভার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন হতে হবে।’
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গণ–অভ্যুত্থানে পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্যে ফাটল ধরেছে। কোনো অভ্যুত্থানের প্রথম সারির নেতারা এতটা বিতর্কিত হননি, যতটা এখন হচ্ছেন। তরুণেরা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয়ে পড়েছেন, যা লজ্জাজনক।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সংলাপে গিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা ২-৩ মিনিটের বেশি কথা বলার সুযোগ পায় না। তবুও তাদের প্রত্যাশা থাকে, সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করবে। সেখানে সরকার নির্বাচন প্রসঙ্গে আমাদের অন্ধকারের মধ্যে রাখা হয়েছে।’
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু প্রমুখ।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২৮ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
৪৩ মিনিট আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে