আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খণ্ড খণ্ড দলে ৩০০ ফিটে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

খণ্ড খণ্ড দলে ৩০০ ফিটে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ফলে দলটি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী ঢাকার প্রবেশপথ চিটাগাং রোডে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

যারা ঢাকায় প্রবেশ করছেন তারা খণ্ড খণ্ড দল হয়ে সারুলিয়া রোড হয়ে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন। সবার একটায় উদ্দেশ্য তাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা।

এখানে কথা হয় নোয়াখালী থেকে আসা কিছু বিএনপির কর্মীদের সঙ্গে। গতকাল রাতেই নোয়াখালীর বেগমগঞ্জ থেকে প্রায় ১০০ জন ঢাকায় এসেছেন। আজ সকালেও আরো শত শত নেতাকর্মী ঢুকছেন বলে জানান তারা।

এছাড়াও চট্টগ্রাম থেকে বিএনপির অনেক কর্মী চিটাগাং রোডে এসে নামে। তাদের সঙ্গে কথা হলে আমার দেশকে জানায়, মোট ৬৫ জন আসছে এখন চারিদিকে জ্যাম যার কারণে খণ্ড খণ্ড হয়ে অটো রিকশাতে করে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন