আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান

আমার দেশ অনলাইন

ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের দেয়া নিরস্ত্রীকরণের হুমকি প্রত্যাখ্যান করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সেইসঙ্গে লেবাননে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের অগ্রাধিকার হলো লেবাননে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, যে ভূখণ্ড থেকে শত্রুরা এখনো সরে যায়নি, সেখান থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোই হচ্ছে জাতীয় অগ্রাধিকার।’

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, ‘লেবাননের কর্তৃপক্ষকে অবশ্যই দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে এবং আমাদের সেনাবাহিনী ও জনগণকে লাঞ্চিত করার এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য শত্রুদের আরোপিত শর্ত বাস্তবায়ন এড়াতে হবে।’

হিজবুল্লাহ বলছে, ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা প্রতিরোধ করার অধিকার রয়েছে তাদের এবং এটি একটি বৈধ অধিকার।’

এই বিবৃতিটি এমন এক সময় এলো, যখন লেবাননে আক্রমণ বন্ধের শর্ত হিসেবে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে বলছে ইসরাইল। অন্যদিকে, হিজবুল্লাহ ‘বিলম্ব বা শর্ত ছাড়াই’ যুদ্ধবিরতি চুক্তির মেনে চলতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল, কিন্তু পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখে তারা কেবল আংশিকভাবে প্রত্যাহার করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন