পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে সারা দেশে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪২
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩০

ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ সাত দল। শুক্রবার দলগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আমার দেশ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনগুলো নিচে তুলে ধারা হলো—

বিজ্ঞাপন

ভোলার প্রতিনিধি জানান—

পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিস্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ভোলায়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীতপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন ও পৌর আমির জামাল উদ্দিন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান—

পার্বতীপুর বাস টার্মিনালে জামায়াতের উপজেলা শাখার আমির ইউসুফ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান ও ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মনজুরুল কাদের বাবু।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান—

উপজেলার সারাইগাছী বাজারে উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ। প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাহ্।

অন্যদিকে বিকাল ৪টায় উপজেলার নিতপুরে উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান—

কোটালীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল সকাল ১০টায় উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতারা।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান—

জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মিজানুর রহমান, জামায়াত নেতা আবু ইসহাক, জিয়াউল হক জিয়া, মাস্টার আবদুল খালেক, মাওলানা আবদুল লতিফ, মাওলানা আমিনুল ইসলাম, আয়ুব আলী প্রমুখ।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান—

আনোয়ারা উপজেলা জামায়াতের আমির মাস্টার আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান খোকার সঞ্চালনায় সমাবেশ-পূর্ব একটি মিছিল বের হয়। পরে আনোয়ারার কর্ণফুলী টানেল চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বক্তব্য দেন সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা নেতা অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানী, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, মো. নুরুল হক এবং কর্ণফুলী উপজেলা জামায়াত আমির মাস্টার মনির আফসার।

বাগাতিপাড়া (নাটর)প্রতিনিধি জানান—

আইনি ভিত্তি ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান—

উপজেলা ও শহর শাখা জামায়াতের স্থানীয় স্মৃতি অম্লান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম বলেন, যারা পিআর বুঝে না, তারা নির্বাচনই বুঝেন না। দেশে পিআর ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

ঝিনাইদহ প্রতিনিধি জানান—

সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে এক সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর। বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, নায়েবে আমির আব্দুল আলীম, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান—

কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা হয়েছে। রাইখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় সভাপতিত্ব করের চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুল আলীম।

নীলফামারী প্রতিনিধি জানান—

জেলা শহরের ডিসি মোড়ে জামায়াতের সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খাইরুল আনাম। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান—

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়ায়। সমাবেশে প্রধান বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়ত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের মনোনীতপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) আহমেদ হালিম মজহার নুর,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন হাতেমী,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়।

বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধি জানান—

৫ দফা দাবিতে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। শুক্রবার বিকালে মিছিল শেষে উপজেলার উত্তর বাসস্ট্যান্ড গোলচত্বরে সমাবেশ করে। মওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতী মাওলানা ফজলুল করীম, মাওলানা এ এইচ এম অলিউল্লাহ, মাওলানা মো. শফিউল্লাহ ও অধ্যাপক মো. আব্দুর রহিম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত