৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১: ২৮

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। বুধবার উত্তরায় জোটের অন্যতম নেতা আসম আবদুর রবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এমন আলোচনা হয়।

বিজ্ঞাপন

জোটটির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আবদুল কাদেরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে আরো আলোচনা করার জন্য আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল তিনটায় আবারো গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বৈঠকে বসবেন।

এব্যাপারে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল আমার দেশকে বলেন, আমরা আজ প্রাথমিকভাবে আলোচনা করেছি, গণতন্ত্র মঞ্চ আগামী নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেবে। এ বিষয়ে আরো আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদের কার্যক্রমে গণতন্ত্র মঞ্চ ইতিবাচকভাবে কাজ করছে এবং যৌক্তিকভাবে ছাড় দিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত