জাতীয় বিপ্লবী পরিষদের বিবৃতি

খলিলুর-অজিত দোভালের বৈঠক উদ্বেগজনক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২২: ৫৬

থাইল্যান্ডে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের এক ঘণ্টাব্যাপী অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে যে অজিত দোভালের সরাসরি তত্ত্বাবধানে থেকে বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক জুলাই বিপ্লবের আনুগত্য বিরোধী ও জাতীয় নিরাপত্তা পরিপন্থী অসদাচরণ।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৩ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এ নৈশভোজে এক টেবিলে বসেন অজিত দোভাল ও ড. খলিলুর রহমান। নৈশভোজ শেষে দুই দেশের এ কর্মকর্তাদ্বয় দীর্ঘ একঘণ্টা ধরে আলাপচারিতা করেন। এরকম বৈঠক অবশ্যই আনুষ্ঠানিক হওয়া আবশ্যক। আর এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানদের উপস্থিত থাকা অপরিহার্য।

অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠককে অসংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি ও কৌশল সংক্রান্ত কিংবা আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে কিনা তা তদন্তের দাবি জানানো হয় বিবৃতিতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত