আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীর সমাবেশস্থলে তারেক রহমান

আমার দেশ অনলাইন

রাজশাহীর সমাবেশস্থলে তারেক রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহী জনসভাস্থলে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনসভাস্থলে সবাইকে অভিবাদন জানান। ২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

বিজ্ঞাপন
Taraq rhaman-2

দুপুরে ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি এই সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এদিকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনি জনসভা।

Taraq rhaman-1

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন