আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে সমাবেশ-কাউন্সিল উপলক্ষে জমিয়তের কমিটি

স্টাফ রিপোর্টার
গাজীপুরে সমাবেশ-কাউন্সিল উপলক্ষে জমিয়তের কমিটি

জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ৩১ জুলাই বেলা ১১টায় গাজীপুরে অনুষ্ঠিত হবে জুলাই সমাবেশ ও জেলা ও মহানগর কাউন্সিল। এই সমাবেশ সফলে ২৩ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগরের যৌথ সভায় এই কমিটি গঠন করা হয়।

টঙ্গীর দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি মাসউদুল করীম কাসেমী ও পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

এসময় জমিয়ত নেতারা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই মাসের আন্দোলন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জনসাধারণের অভূতপূর্ব জাগরণ এবং দেশের সার্বভৌমত্ব-সংরক্ষণে গণমানুষের সক্রিয় অংশগ্রহণ। সব মিলিয়ে এই আন্দোলন একটি ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের ইঙ্গিত দিচ্ছে।

তারা আরো বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু প্রতিবাদ ছিল না, এটা ছিল জাতীয় চেতনার পুনর্জাগরণ। আগামীর বাংলাদেশ হবে আক্বীদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম একটি রাষ্ট্রব্যবস্থা।

সভায় আগামী ৩১ জুলাই গাজীপুরে অনুষ্ঠাতব্য জুলাই সমাবেশ ও জেলা ও মহানগর জমিয়তের কাউন্সিল সফলভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন