আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজনৈতিক দলের মতপার্থক্য যেন মতবিরোধ সৃষ্টি না করে: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দলের মতপার্থক্য যেন মতবিরোধ সৃষ্টি না করে: ডা. শফিকুর রহমান

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু সেই মতপার্থক্য যেন মতবিরোধ সৃষ্টি না করে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক বদর দিবসে ‘দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবুজর কাসেমী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আমিরে জামায়াত বলেন, ‘দেশ গঠনে আমরা কোনো বিভেদ চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

সভাপতির ভাষণে মাওলানা আবুজর কাসেমী বলেন, ‘পতিত নিষ্ঠুর, দুর্নীতি ও জুলুমবাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে স্থায়ীভাবে প্রতিহত করতে মহান জুলাই-আগস্টের বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষকে বিভেদমূলক আচরণ থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’ তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ইতোমধ্যে তাদের মাঠ গরম করতে অগ্রিম কর্মসূচিতে বিভিন্ন গড়ানায় তাদের প্রক্সি নিয়োগ দিয়ে যাচ্ছে। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর নগ্ন হামলার ঘটনা তারই প্রমাণ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেনÑ দলের সিনিয়র নায়েবে আমির মো. আজম খান, শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব খায়রুল আহসান খান, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান ক্যাপ্টেন ইব্রাহিম খলিল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...