ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।
এর আগে ২৯ ডিসেম্বর জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে এই আসনে মনোনয়ন জমা দেন তিনি।
এদিকে ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সারজিস আলমকে প্রার্থী ঘোষণা করা হয়। ফলে ইকবাল হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়ান।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেছিলেন, জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থাকবেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো পেশিশক্তি, কালো টাকার প্রভাব ও হানাহানি আমরা আর দেখতে চাই না।’
তিনি আরও বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ’২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদানের কারণেই আজকের এই বাস্তবতা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

