আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

স্টাফ রিপোর্টার

সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না
মাহমুদুর রহমান মান্না

বিএনপির সঙ্গে হওয়া সমঝোতার আসন না পেলে ঢাকা ১৮ ও বগুড়া ২ দুটি আসন থেকেই নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার রাতে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন

গত বছর ২৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে নাগরিক ঐক্যকে বগুড়া- ২ আসন দেন। দলটির সভাপতি মান্নার জন্য আসনটি ফাকা রাখে বিএনপি। এর আগে তিনি বগুড়া ২ ও ঢাকা ১৮ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২ জানুয়ারি বগুড়ায় যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা–১৮ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পান মান্না।

বগুড়া-২ আসনে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে দলটির শিবগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে। অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দিয়েছে দলটি।

নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়ন বৈধ হওয়া দুটি আসনেই এখন বিএনপির দুই প্রার্থী কাজ করে যাচ্ছেন। এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল ২০ জানুয়ারি। যে কারণে মান্না সমঝোতার আসন পাবেন কি-না সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি এখনও জানেন না তাকে কোন আসন ছাড়া হবে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মান্নাকে দেখতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিকেল ৪ টার দিকে মান্না হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

রাতে আমার দেশকে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এখন সুস্থ আছি। তেমন বড় কোন সমস্যা হয়নি। আমি সুস্থ হয়েই বাসায় ফিরেছি। হাঁটাচলা করতে, বক্তব্য দিতে ও প্রোগ্রাম করতে আমার কোন বাঁধা নেই। কালকেই রাজনীতির মাঠে দেখা হবে।

এসময় সমঝোতার আসনে ও অন্য আসনে বিএনপির প্রার্থী থাকা অবস্থায় তিনি কী করবেন, জানতে চাইলে মান্না বলেন, কালকের দিন হাতে আছে। এখনও কোন সিদ্ধান্ত দেখলাম না। যদি সমঝোতা না মানা হয়, তবে ঢাকা ১৮ ও বগুড়া ২ – দুটি আসনেই নির্বাচন করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন