
স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি৷ গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান ড. মঈন খান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল৷ আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে৷ একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে৷ মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্তবৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে৷
পরে তিনি সুবিধাবঞ্চিত স্থানীয়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।
এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শীতে আপনাদের কাজে লাগবে।
এসময় মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
এমএস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি৷ গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান ড. মঈন খান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল৷ আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে৷ একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে৷ মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্তবৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে৷
পরে তিনি সুবিধাবঞ্চিত স্থানীয়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।
এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শীতে আপনাদের কাজে লাগবে।
এসময় মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
এমএস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ে নেত্রীর মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। নেত্রীর মন্তব্যে ‘হুং
৩ ঘণ্টা আগে
মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
৫ ঘণ্টা আগে
শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে।
১০ ঘণ্টা আগে