আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার

আমার দেশ অনলাইন
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
তারেক রহমান। ফাইল ছবি

দেশের ফেরার আগে যুক্তরাজ্যের লন্ডনে জনসভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য দলটির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে গত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের দেশে ফেরার আগে সম্ভবত এটি হতে যাচ্ছে লন্ডনে তার সর্বশেষ জনসভা।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে। এ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন