আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপিতে যোগদান: যে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন

এনসিপিতে যোগদান: যে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং, এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করে আসছিলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচন করবেন, তাই তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এসময় আসিফ মহমুদ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরো সংখ্য সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন