আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি থেকে এনসিপিতে গিয়েও ‘কপাল পুড়ল’ মনজুর কাদেরের

আমার দেশ অনলাইন

বিএনপি থেকে এনসিপিতে গিয়েও ‘কপাল পুড়ল’ মনজুর কাদেরের

বিএনপি থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে তিনি এনসিপির প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন।

কিন্তু দলটি জামায়াতসহ আট দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করায় মূলত কপাল পুড়েছেন বিএনপি থেকে পদত্যাগ করা এই নেতার।

বিজ্ঞাপন

যদিও গত ১০ ডিসেম্বর এনসিপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১২৫ জনের তালিকায় তার নাম ছিল। তার পক্ষে ২২ ডিসেম্বর মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়। তবে জামায়াতের সাথে ১০ দলীয় জোটের কারণে এ আসনটি জামায়াতের প্রার্থীকে ছেড়ে দিতে হচ্ছে এনসিপিকে।

এর আগে ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন মনজুর কাদের।

একই জোটগত সিদ্ধান্তের কারণে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতিকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তবে ১০ দলীয় জোটের সমর্থনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী হিসেবে এস এম সাইফ মোস্তাফিজকে চূড়ান্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ১০ দলীয় সমন্বয়ের অংশ হিসেবে সিরাজগঞ্জের চারটি আসনে সমঝোতা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৩, ৪ ও ৫ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন