সাদিককে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করে যা বললেন ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১: ৫৭
ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেছেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে তিনি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

মেঘমল্লার পোস্টে লেখেন—‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

Meghmala bosu

প্রসঙ্গত, ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত তিন দিনব্যাপী ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির একাংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাদের অভিযোগে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি স্থান পাওয়ার অভিযোগে ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়। পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি সরিয়ে নেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত