আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি দলীয় সিদ্ধান্ত। একটি বগুড়া-৬ আসন এবং আরেকটি ঢাকা-১৭ আসন।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি আসনে অর্থাৎ বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে বনানী-গুলশান-বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছে। তবে বর্তমানে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন